হরিণধরা উচ্চ বিদ্যালয়টি কুমিল্রা জেলার,বুড়িচং উপজেলাধীন , ৬নং ময়নামতি ইউনিয়নের অর্ন্তগত গোমতী নদীর পশ্চিম-পার্শ্বে ও কুমিল্লা সিলেট মহা-সড়কের র্পূবদিকে দেবপুর বাজার হইতে প্রায় ১.৫ কিলোমিটার পূর্বে হরিণধরা গ্রামের একটি বড় দিঘির পাড়ে মনোরম পরিবেশে অবস্থিত । ১৯৯০ সালে এলাকাবাসীর আর্থিক অনুদানে হরিণধরা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। বিদ্যালয়টির দক্ষিণ দিকে ময়নামতি রানীর কুটির, পশ্চিমে কুমিল্লার সর্র্বৃহৎ বিদ্যুৎ ষ্টেশন অবস্থিত । বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ,
১) জনাব মোঃ আ ব্দুল মালেক ভূইঁয়া তিন
২) মরহুম হাজী গোলাম মোস্তফা
স্থায়ী দাতা সদস্য ঃ ১/ জনাব মোঃ আব্দুল মতিন
২/ জনাব মোঃ আব্দুল হালিম
৩/জনাব মোঃ তফাজ্জল হোসেন ।
প্রতিষ্টাতা প্রধান শিক্ষক এ, কে, এম , মফিজুল ইষলাম । বতর্মান প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাস । বতর্মান শিক্ষক সংখ্যা ১০ জন । কমর্চারী সংখ্যা ৩ জন । জমির পরিমান -১.৫০ শতক। জুনিয়র বিদ্যালয় হিসাবে স্বীকৃতিপায় ০১/০১/১৯৯১ তারিখে । মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৯৪ তারিখে । মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয় ০১/০২/ ১৯৯৮ তারিখে । এমপিও কোড নং-0808111303 । শিক্ষা বোড কোড নং – 8556 । ই আই ,আই ,এন নং- 105284, উপবৃত্তি কোড নং 2308417, এস.এস.সি, ও জে, এস, সি পরীক্ষা কেন্দ্র বুড়িচং-০৬ কোড নং-139।
এস.এস.সি, ও জে, এস, সি পরীক্ষার ফলাফল শতভাগ। বিদ্যারয়টির সর্বাঙ্গীন কুশল কামনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী সদা জাগ্রত।
