শিক্ষা, সাংস্কৃতিক ও সভ্যতার গৌরবময় উজ্জল দৃষ্টান্তের মুর্ত প্রতীক ময়নামতির কূল ঘেষা হরিণধরা উচ্চ বিদ্যালয়টি ১৯৯০ সনে প্রতিষ্ঠিত হইয়া মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিতরণ করিয়া আসিতেছে।
২০০৮ সালের ১লা জানুয়ারী অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের মধ্যদিয়ে শিক্ষার চলমান ধারার সাথে নিজেকে সম্পৃক্ত করি । শিক্ষকতার ১টি টিম ওয়ার্ক এই বিশ্বাসকে ধারণ করে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দের সহায়তায় বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল সহ সার্বিক উন্নতি চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
শিক্ষা, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। শিক্ষা ব্যতীত জীবনের বিকাশ সম্ভব নয়। শিক্ষা ব্যতীত মানবীয় গুনাবলীর বিকাশ ঘটায়। আর মানুষ তখনই সম্পূর্ন হয় যখন মনুষত্ববোধ জাগ্রত হয়। এই জন্য প্রয়োজন শিক্ষার ।
অত্র বিদ্যালয়ের শিক্ষর্থীদেরকে সুশিক্ষায় শিক্ষায় শিক্ষিত করে একটি আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গঠনে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।